মানিকগঞ্জ প্রতিনিধি:
২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জ শহরের বনিক সমিতির পক্ষ থেকে সকল ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারির সকাল ৯টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শহর বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান খান মিন্টু , সাধারন সম্পাদক এবিএম কামরুদ্দীন রেজাসহ বণিক সমিতির সদস্য বৃন্দরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহরের বনিক সমিতির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।