স্টাফ রিপোর্টার:
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরুল কায়েস।
উৎসর্গ ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ রাফিজুল ইসলামের পরিচালনায় এসময় আরোও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য জাহিদা জামান সনিয়া, বদিউল আলম রনি, সাইদুর রহমান নিরব, সোহানুর রহমান সোহান, শাকিল হোসেন, আশিকুজ্জামান জাহিদ, আমান সহ অন্যান্যরা।
‘জীবনের প্রয়োজনে জীবন’ স্লোগানে ২০১৬ সালে ইমরুল কায়েসের হাতে গড়ে উঠেছিল সামাজিক সংগঠন ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’। যা এখন দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে। সংগঠন টি সাধারণ মানুষের মাঝে রক্তদানে উৎসাহিত করতে কাজ করে আসছে।