এস এস আকরাম হোসেন :
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফ।
আজ শনিবার শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান,মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু খানম, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা। এসময় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নাই। খেলাধূলা মানুষের মনকে বিকশিত করে ও শরীর স্বাস্থ্য ভালো থাকে। শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় নিজেকে দক্ষ করে তুলবেন। এটা ভবিষ্যত জীবনে কাজে লাগবে।