দীপক সূত্রধর:
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই স্লোগান কে সামনে রেখে সুন্দর পরিবেশের সাথে অনুষ্ঠিত হয়েছে জেলার অন্যতম স্কুল মানিকগঞ্জ মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসরাফিল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন।
আজ রবিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে স্কুলের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আরশেদ আলী বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য ইয়াহিয়া চৌধুরী ইনু, দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ওহাব, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি জসীম উদ্দিন,অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: নুরু মিয়া,সহকারী শিক্ষক বাসনা সরকার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মুহাম্মদ আজাদুর রহমান।লাম ওহাব, সহকারী প্রধান শিক্ষক মো: নুরু মিয়া সহ অন্যান্যরা।
সভায় প্রধান অতিথি ইসরাফিল হোসেন বলেন, শিক্ষার পাশাপাশি খেলধূলার প্রয়োজনীয়তা অনেক বেশি। খেলাধূলা মানুষের মেধাকে বিকশিত করে।
এর আগে মা ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করা হয়।সমাবেশে স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামীম মিয়া। এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।