এস এম আকরাম হোসেনঃ
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ-২০২৩ ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন।
আজ ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয় মাঠে আরোও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক কামরুন নাহার, সহকারী প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবুল কালাম আল আজাদ, সিনিয়র শিক্ষক সাইদুর রহমান,সিনিয়র শিক্ষক মো: আব্দুর রফিক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক এ টি এম মফিদুর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরীফুল ইসলাম গান পরিবেশন ও শিক্ষার্থীরা কবিতা ও গান পরিবেশন করেন নবম শ্রেণীর শিক্ষার্থী সৌদ, নবম শ্রেণির শিক্ষার্থী আফফান হাওলাদার,দশম শ্রেণীর মাহাথীর ইসলাম সিয়াম,নৃত্য রেদুয়ান, রুদ্রঘোষ সহ অন্যান্যরা।
। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।