নাজমুল হোসেন:
মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার ২৪ টি স্কুলের ৭২ জন গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন বৃত্তি প্রদান করেছে মানিকগঞ্জ সমিতি।
আজ শনিবার (১১ মার্চ) সকাল ১০ টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ অডিটোরিয়ামে মানিকগঞ্জ সমিতি, ঢাকার সভাপতি প্রফেসর ডা: রওশন আরা বেগমের সভাপতিত্বে বৃত্তি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশবরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুস সালাম, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, বৃত্তি প্রদান আয়োজক কমিটি ২০২৩ আহবায়ক প্রফেসর ড. দিলারা হাফিজ, মানিকগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবদুল রউফ, ৭১ টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ্র।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মানিকগঞ্জ সমিতির যুগ্ম সম্পাদক সালাউদ্দীন কুটু।
বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। জ্ঞানী মানুষরা প্রকৃত জ্ঞানীদের কদর বোঝে। অর্থের অভাবে আর কখনো গরিব ও মেধাবী শিক্ষার্থীরা ঝড়ে পড়বে না। গরিব ও মেধাবী শিক্ষার্থীদে পাশে সবসময় থাকবে মানিকগঞ্জ সমিতি।