স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরকারি দেবেন্দ্র কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকালে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসের রণদা প্রসাদ সাহা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট আবু ববক্কর ছিদ্দিক খান তুষার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মাহফিল খান, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, প্রাক্তণ শিক্ষার্থী শাহিদুজ্জামান শাহিদ, মফিজুল ইসলাম ফিরোজ, শাহিনুর রহমান, সালেহ ইসলাম বিপ্লব, মাসুমা খানম, সাংবাদিক মো: আকরাম হোসেন সহ অন্যান্য প্রাক্তণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রাক্তণ শিক্ষার্থী রোজিনা মাহমুদ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তণ শিক্ষার্থী সহ স্থানীয় শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিম বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তণ শিক্ষার্থীরা ইতিমধ্যে বিমান রিজার্ব করে সকলেমিলে কক্সবাজার ভ্রমন করেছেন এটা সারা বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামীতে হয়তো দেশের বাহিরেও যেতে পারবে বলে বিশ^াস করি। রাষ্ট্রবিজ্ঞানের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই।