আহাম্মেদ আলী:
মানিকগঞ্জ জেলার সদরথানাধী ভাড়াড়িয়া ইউনিয়নের ১ হাজার অসহায় দরিদ্র মানুষকে রান্না করা খাবার ও ১০০ হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ বিতরণ করেন বাঘিয়া বন্ধু মহল মানবিক ফাউন্ডেশন (বিএমএফ)।
গত ১০ই মার্চ ২০২৩ই তারিখে মানিকগঞ্জে ভাড়াড়িয়া ইউনিয়নে “সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, সেবাই মানুষের ধর্ম” প্রতিপাদ্য বিষয় নিয়ে “বাঘিয়া বন্ধু মহল ফাউন্ডেশন (বিএমএফ) এর শুভ উদ্বোধন করেন ভাড়াড়িয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও দাতা সদস্য জনাব আব্দুল জলিল মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য জনাব মুস্তাক আহাম্মেদ। কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ও পরিচয় ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে ১ হাজার মানুষকে রান্না করা খাবার ও ১০০ অসহায় হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
বাঘিয়া বন্ধু মহল মানবিক ফাউন্ডেশন (বিএমএফ) এর সভাপতি জুয়েল আহাম্মেদ বলেন, আমার এই সংগঠন একটি অরাজনৈতিক মানবিক সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য হলো গরীব অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সাহায্য করা।
বাঘিয়া বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন ভুইয়া এর সঞ্চাননায় এসময় অতিথিগণ তাদের বক্তব্যে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সদস্য আনন্দ সাহা, সুমন মিয়া, মতিউর রহমান, জুয়ের রানা, মো: জসিম উদ্দিন, সোলায়মান মোল্লা, মাসুদ পারভেজ, মজিবর শিকদার, মো: পান্নু মিয়া সহ অনেকেই।