স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ মাষ্টারের ১ নং ওর্য়াড পশ্চিম সেওতা এলাকায় টাকা দিয়ে পণ্য নিতে এসেও ভোগান্তিতে পরে ক্ষোভ প্রকাশ করেছেন কার্ডধারীরা।
সোমবার সকালে কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ মাষ্টার টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করে চলে যাওয়ার পর থেকে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটতে দেখা যায়। পণ্য বিতরণে কোনো নিয়ম না মানায় গ্রহীতাদের মধ্যে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
সরজমিন গিয়ে দেখা যায়, মের্সাস কালাম এন্টারপ্রাইজ, ডিলারঃ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নামে টিসিবির পণ্য বিতরণ করা হয়। প্রোপাইটরঃ আবুল কালাম আজাদের বাড়ি পশ্চিম সেওতা গ্রামের শেষ প্রান্তে হওয়ায় গ্রাহকদের পণ্য সরবরাহ করতে সমস্যা দেখা দেয়। বাড়ির পাশে সেওতা,বান্দুটিয়া সড়ক চাপা হওয়ায় পরিবহন চলাচল যানজটের সৃষ্টি হয়। এতে গ্রাহকদের টিসিবির পণ্য গুলো নিতে সমস্যা দেখা দেয়। এলাকাবাসীর দাবী (টিসিবির) পণ্য গুলো গ্রামের মাঝা মাঝি জায়গায় পণ্য সরবরাহ করা হোক।
আরোও জানাযায়, কাউন্সিলর স্বাক্ষরিত স্লিপ ও কার্ড ধারী গ্রাহকেরা অর্থের বিনিময়ে (২০ টাকা) ৭ থেকে ৮ টি কার্ড একজন ব্যক্তি নিয়ে আসেন। তারা এক সঙ্গে ৭-৮ জনের পণ্য নিয়ে যায়। টিসিবির পণ্য নিতে আসা এক মহিলা গ্রাহক জানায়, জোর যার টিসিবির পণ্য তার অবস্থায় নারী কার্ডধারীরা পুরুষের সঙ্গে পেরে উঠতে না পেরে পুরুষের সঙ্গে জগ্রার সৃষ্টি হয়।এবং ভিআইপি গ্রাহকের ভিরে সাধারন গ্রাহকেরা পন্য নিতে পারে না। এ সমস্যা থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী।