নিউজ ডেস্ক:
রাজধানীতে ভোর থেকেই আকাশ রয়েছে মেঘলা। বুধবার (১৫ মার্চ) সকালে হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। একই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শিলা ও বজ্রবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কোথাও কোথাও শিলা বৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি অনেক আগেই কাঙ্ক্ষিত ছিলো। কিন্তু হলো অনেক পরে। আজ খুলনা থেকে সিলেট-এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে।
গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।