আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সারাবছর নিয়মিত লেখাপড়ার পর এ প্রতিযোগিতার আয়োজন করায় সবাই অনেক খুশি। বৈচিত্র্যপূর্ণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা যেমন আনন্দ লাভ করেছে তেমনই বার্ষিক সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে গ্রহণ করায় শিক্ষার্থীরাও অত্যন্ত উৎসাহিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ-২০২৩ এর আহবায়ক সহযোগী অধ্যাপক মোস্তাক আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিম।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা দেশাক্তবোদক গান, নৃত্য, অভিনয় ও কবিতা আবৃত্তি করেন এবং শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খাইরুজ্জামান রাসেল সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বদর উদ্দিন আহাম্মদ, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রঞ্জিত কুমার সরকার, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরীন্দ্র কুমার রায়, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান শিউলি ইয়াসমিন।