স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী কর্তৃক আয়োজিত কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দিশারীর অন্যতম উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এসময় আরোও বক্তব্য রাখেন জেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি কাবুল উদ্দিন খান, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও দিশারীর উপদেষ্টা মো: আকরাম হোসেন, দিশারীর সভাপতি মো: হাসান শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: স্বপন মিয়া, দপ্তর সম্পাদক মহসীন মোহাম্মদ মাতৃক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দিশারীর শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক ইয়ারুল খান ইমন, সহ সাংগঠনিক সম্পাদক সাদমান শাওন, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অসীম খান, সিনিয়র সদস্য অনামিকা সরকার, নুসরাত জাহান ইভা, সহ দিশারী স্কুলের শিশু শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় প্রধান অতিথি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও এই জন্মদিন পালন করা হচ্ছে। এছাড়া দিশারী জাতীয় প্রত্যেকটি দিবস পালন করে থাকে এর জন্য দিশারীর সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। দিশারী এখন আর মানিকগঞ্জের মধ্যে সীমাবদ্ধ নেই।
সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও শাখা কমিটি গঠন করা হয়েছে। ইতোপূর্বে জনপ্রিয় সেটালাইট চ্যানেল আরটিভি সারা বাংলাদেশের মধ্যে থেকে চারটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনে মধ্যে স্থান করে পুরস্কৃত হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।