মো: মহিদ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জে জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আপেল খান আপেল, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, পৌর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৌমিত্র সরকার মনা, মনিরুল ইসলাম মনি, সুবল সাহা, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, এস এম দেলোয়ার হোসেন, সামিউল আলিম রনি বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে, নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানালে উন্নয়নপর ধারা অব্যাহত থাকবে।