1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

১২ দলীয় জোটে ভাঙন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির যুগপৎ আন্দোলন জমে না উঠতেই তাদের সঙ্গী ১২ দলীয় জোটে ভাঙন ধরেছে। বিলুপ্ত হওয়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ছিলো এসব দল।

রোববার (১৯ মার্চ ) রাতে ১২ দলীয় জোটের একটি জরুরি সভা হয়। জোটের শরিক দল মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত দেন। এতে ১২ দলীয় জোটের নেতারা গভীর সন্তোষ প্রকাশ করেন।

‘বাংলাদেশ জাতীয় দলের’ চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এক বিজ্ঞপ্তিতে জানান, রোববার ১২ দলীয় জোটের এক জরুরি সভায় শরিক দল মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

সৈয়দ এহসানুল হুদা জানান, কিছুদিন ধরে লেবার পার্টির বিরুদ্ধে জাতীয়তাবাদীর শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, জোটের সংহতি ছাড়া আলাদা কর্মসূচি পালন, সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন ও উদ্ধতপূর্ণ আচরণ এবং জোটের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কারণে শরিকদের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিলো। এমতাবস্থায় লেবার পার্টি নিজ থেকে জোট থেকে বিদায় হওয়ায় জোট নেতারা শুকরিয়া প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোট গঠন হয়েছিলো।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury