স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সরকারি নার্সিং কলেজের আবাসিক হোস্টেলে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। এ ঘটনায় গত দুই দিন থেকে অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।
মানিকগঞ্জ সরকারি নার্সিং কলেজের আবাসিক হোস্টেলে অবস্থানরত চার শতাধিক নারী শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। সেই সঙ্গে খাবার জল না থাকায় চরম ভোগান্তির মধ্যে তারা বসবাস করছেন। এদিকে অধ্যক্ষের অযোগ্যতা ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগ এনে গত দুই দিন ধরে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।
কলেজের ভেতরে গিয়ে দেখা গেছে, বিভিন্ন দেওয়াল ও অফিসের প্রবেশ মুখে অধ্যক্ষের অপসারণসহ বিভিন্ন দাবি ও অভিযোগ সম্বলিত হাতের লেখা পোস্টার সাঁটিয়ে রাখা হয়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা একপর্যায়ে অধ্যক্ষের কক্ষে ঢোকার প্রবেশ মুখের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেন।
পরে দুপুর ১২টার দিকে কলেজের অধ্যক্ষ পদ্মা রানী ঘোষ (সোমবার) মধ্যে হোস্টেলে বিদ্যুতের ব্যবস্থার আশ্বাস দিলে বিক্ষোভরত শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।
অধ্যক্ষ পদ্মা রানী ঘোষ জানান, জনবলের কিছুটা ঘাটতি রয়েছে। সেই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হয়েছে; কিন্তু চাহিদামাফিক পাওয়া যাচ্ছে না।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে তিনি বলেন, সোমবার মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই।