স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে নানা আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, সাধানণ সম্পাদক আব্দুস সালাম, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: গোলাম ছারোয়ার ছানুসহ অন্যান্যরা।
এছাড়াও সেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সেবা প্রদান করে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে।
পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাউয়াজ। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংগঠন অংশ নেয়।