স্টাফ রিপোর্টার:
মাদক উদ্ধার করতে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ, গ্রেফতার ২, সাথে ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন উদ্ধার।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় মানিকগঞ্জ সিংগাইর উপজেলার পূর্বভাকুম এলাকা হতে মোঃ শাহীনুর(৩৪) নামের এক যুবককে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ । এসময় তার সাথে থাকা ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়ে। আটকৃত শাহীনুর ঐ উপজেলার পুর্বভাকুম গ্রামের লিচু ওরফে লেছু ফকিরের ছেলে।
শহীনুরকে গ্রেফতারের সময় শাহীনুর গ্রেফতার এড়ানোর জন্য ডিবি পুলিশের সাথে ধ্বস্তাধস্তি শুরু করে এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে । এসময় শাহীনুরের চিৎকার শুনে তার ভাগ্না সুজাত হোসেন ও সহযোগী সুজাতের মা আসমা বেগম (৪৫), স্ত্রী লিপি আক্তার এবং শাহীনুরের ভাই আহাদুল নূর (২৮)সহ আরো কয়েকজন শাহীনুরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে । সুজাত হোসেন নামের ঐ যুবক লোহার রড দিয়ে ডিবি পুলিশের উপর হমলা করলে কয়েকজন ডিবি পুলিশ সদস্য মারত্মকভাকে আহত হয়। এ ঘটনায় সুজাত নামের ঐ যুবককে সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। অন্যরা পালিয়ে গেলে তাদের গ্রেফতার করা সম্ভব হয় নাই। গেফতারকৃত সুজাত ঐ গ্রামের আরশাদ আলীর ছেলে।
আহত ডিবি পুলিশ সদস্য এসআই আসাদ মিয়া, কনস্টেবল সাদেক আলী, ইব্রাহিম মিনা, শরীফুল ইসলাম, রাসেল মিয়া ও তানভীর ভূইয়াগণ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনায় সংগাইর থানায় দুইটি মামলা হয়েছে।