স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে “দৈনিক ইনকিলাব” পত্রিকার উপজেলার সংবাদদাতা ডি এম রিয়াজুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।তার বাড়ি উপজেলার সিংগাইর পৌর এলাকার ৩নং ওয়ার্ড আজিমপুর গ্রামের মৃত.দেওয়ান রফিকুল ইসলামের পুত্র।
মৃত্যু কালে তার বয়স ছিলো ৫২ বছর। তিনি স্ত্রী,১ ছেলে ১ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার(২৯ মার্চ) সকাল ৬ টায় হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়। পরে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহীদ সোহওরার্দী মেডিকেল কলেজে নিলে তার মৃত্যু হয়। বিকাল ৩টায় স্থানীয় সামাজিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাবের সকল সাংবাদিক সহ মানিকগঞ্জের সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।