এসএম মোঃ আকরাম হোসেন:
মানিকগঞ্জে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) এর সভা কক্ষে টিটিসির অধ্যক্ষ ফাতেমা নার্গিস এর সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান, এমডিপিওডি এর পরিচালক মো: এন্তাজ আলী, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: মোস্তফা কামাল, এনপিআই ইনস্টিটিউটের শিক্ষক – শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।অনুষ্ঠান সঞ্চালনা করেন টিটিসির কম্পিউটার ইন্সক্ট্রাটর মোহাম্মদ সামিউস সাকিব।
সেমিনারে বক্তারা বলেন, রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধিতে অভিবাসীদের সুরক্ষা এবং উন্নয়নের বিকল্প নেই। দেশের বেকার সমস্যা দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে টিটিসির প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রশিক্ষণের ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠিকে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একধাপ এগিয়ে নিবে। যারা বিদেশ যাবেন তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে বিদেশ যাবেন। আরও বলেন এখন শুধু শিক্ষিত হলেই চলবে না, কর্মক্ষেত্রে সাফলতা পেতে শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের বিকল্প নেই। সাধারণ শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে অনেকে বেকার ও দুঃসহ জীবনযাপন করছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে কারিগারি শিক্ষায় নিজেকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
দেশের প্রতিটি জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে। অর্থনৈতিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পর বিদেশে যাওয়ার পরামর্শ দেন বক্তারা।