স্টাফ রিপোর্টার:
মোবাইলে অ্যাপসের মাধ্যমে নিজ শ্যালিকার অশ্লীল কুঁরুচিপূর্ণ ছবি ও ভিডিও মোবাইল ফোনে উৎপাদন ও ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় পর্ণগ্রাফির অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ, সিপিসি-৩, র্যাব-৪ ।
বুধবার (২৯ মার্চ) বিকেলে মানিকগঞ্জ জেলা সিপিসি-৩, র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া এলাকায় পর্ণগ্রাফি বিরোধী অভিযান পরিচালনা করে খলশি ইউনিয়নের কুমুরিয়া সাকিনস্থ জনৈক সুমন হালদারের বাড়ির সামনে হইতে নিম্নোক্ত ০১ জন পর্ণগ্রাফি উৎপাদন ও সংরক্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন। অভিযুক্ত ব্যাক্তির নাম পলাশ রংদার(২৪), পিতা- উপেন রংদার, সাং- বেলদহ, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ।
এ সময় আসমির নিকট হতে ০১ (এক) টি মোবাইল ফোন, যার দ্বারা বিবাদী অশ্লীল ছবি, পর্ণ ভিডিও ও অশ্লীল ফোনালাপ সংরক্ষণ করে এবং ০২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ভিকটিম স্বপ্না বিশ্বাস (১৭), এর বড় বোন রিমি বিশ্বাস এর সাথে ০৮ বছর পূর্বে হিন্দু ধর্মের বিধান অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে উক্ত বিবাদী ভিকটিমকে অনৈতিক সম্পর্ক করার জন্য বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম স্বপ্না বিশ্বাস উক্ত বিবাদীর প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী ভিকটিমের উপর ক্ষিপ্ত হয় ও অনৈতিক সম্পর্ক করার জন্য সুযোগ খুজতে থাকে। এরই ধারাবাহিকতায় ২৮/০২/২৩ তারিখ মোবাইল অ্যাপসের মাধ্যমে ভিকটিমের অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও তৈরি করে ভিকটিমের বাবা ও অন্যান্য আত্মীয়-স্বজনের ইমু নাম্বার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
উক্ত ঘটনায় ভিকটিম হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে ঘটনার আইনগত প্রতিকার চেয়ে ভিকটিম এর বাবা ২৯/০৩/২০২৩ তারিখ সকাল ১০:০০ ঘটিকার সময় র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ-এ উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করলে র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এলাকা হইতে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপরোক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।