এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. হেজাজুর রহমান খান বাকু (৮২) আজ শুক্রবার (৩১মার্চ) নিজ বাড়িতে, বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এবং পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি আজ পৃথক দুইটি শোক বার্তায় মো. হেজাজুর রহমান খান বাকু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এসময়ে নিজ নিজ শোকবার্তায় উভয়ই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মরহুমের কর্মজীবনের বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে পার্টি চেয়ারম্যান বলেন, মোঃ হেজাজুর রহমান খান বাকু নিরলস শ্রম ও প্রচেষ্টায় জাতীয় পার্টিকে সমৃদ্ধ করেছিলেন। জাতীয় পার্টি তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দঃ এর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক এ্যাড: হাসান সাঈদ,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড: রফিকুল ইসলাম রফিক বাকু’র মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও শ্রদ্ধা জানিয়ে অনুরূপ এক শোক জানিয়েছেন। মরহুম মোঃ হেজাজুর রহমান খান বাকু’র মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্ৰাহী রেখে গেছেন।
মরহুমকে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা আইনজীবী সমিতি, জেলা জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠন।
বিকাল ৪ ঘটিকার সময় সেওতা ঈদগাহ মসজিদের সামনে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় পূর্ব স্মৃতিচারণে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড: আব্দুস সালাম, সহ সভাপতি এ্যাড: আব্দুল মজিদ ফটো, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাড: মোখছেদুর রহমান, সহ সভাপতি এ্যাড: আজাদ হোসেন খান, জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাইদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মেজবাউল হক মেজবা,সাধারণ সম্পাদক নুরতাজ আলম বাহার, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড: হাসান সাঈদ, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জানাযা শেষে সেওতা কবরস্থানে তাকে দাফন করা হয়।