1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

মানিকগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৪৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

” রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধ অন্তর্ভুক্তিমুলক বিশ্ব গঠন” এই স্লোগান সামনে রেখে মানিকগঞ্জে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০২ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা  প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে  মানিকগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, মানিকগঞ্জ পৌরসভার মেয়র  মোঃ রমজান আলী, অতিরিক্ত পুলিশসুপার মোঃ হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ অন্যান্যরা।

জেলা প্রশাসক বলেন, অটিজম শিশুরা প্রতিবন্ধী নয়, এরা মেধাবী। অটিজম শিশুদের কল্যাণে বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। অটিজম শিশুরা মানবিক হয়। সমাজের সকল পর্যায় থেকে অটিজম আক্রান্ত শিশুদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।অটিজম শিশুদের প্রধান সমস্যা স্নায়ুবিক। অটিজম শিশুরা আচরণগত সমস্যায় ভোগে। তাদের মধ্যে পূনরাবৃত্তিক আচরণ অধিক লক্ষণীয়।উচ্চারণগত জড়তা ও অস্পষ্টতা, স্বাভাবিক কথা বলতে না পারা, বুদ্ধিবৃত্তিক সমস্যা অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে দেখা যায়। অটিজম নিরাময় করা না গেলেও পরিচর্যার মাধ্যমে তাদের আচরণগত উন্নয়ন ঘটানো সম্ভব।মানিকগঞ্জ জেলা প্রশাসক অটিজম শিশুদের পাশে থাকবে এবং সবসময় পাশে থাকবে।

 

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury