স্টাফ রিপোর্টার:
নারীর ক্ষমতায়নে শক্তি, সবুজায়নে শক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শক্তি এরই প্রতিপাদ্যে মানিকগঞ্জে বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশনের (এনজিও) ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করা হয়েছে।
আজ সোমবার (৩ এপ্রিল) সকালে মানিকগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের মাঠের চারপাশে ‘সবুজায়নে শক্তি’ এ স্লোগানে ৫০টি গাছের চারা রোপণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার নিজ হাতে গাছের রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ্র। এছাড়াও শক্তি ফাউন্ডেশন থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর শরিফুল ইসলাম, রিজিত্তন হেড মো: শফিকুল ইসলাম, হেড অফিস কর্মকর্তা মো: তামিমুল ইসলাম, এরিয়াসুপারভাই জারতপন কুমারদে,মানিকগঞ্জ সদর ম্যানেজার মো: আব্দুল মতিন এছাড়া মানিকগঞ্জ এরিয়ার শক্তির সকল অফিসারসহ অন্যান্যরা।
১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধান মন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শক্তি ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে তাল গাছ সহ ৭ হাজারের অধিক গাছ লাগানো হয়েছে। এবং আরও ৮ হাজার গাছ লাগানোরকার্যক্রম চলমান রয়েছে বলে জানান।
সারা দেশে এ প্রতিষ্ঠানের ৫০৪টি শাখা অফিস রয়েছে। প্রতিষ্ঠানটি ৮৭টি শক্তিশালী মেডিকেল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা দিয়ে আসছে।
এছাড়া নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ-সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করা হচ্ছে। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্পের মাধ্যমে চলতি মাসে দেশের ৫৫টি জেলাতে ৫০টি করে ৩,১০০ টি বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি পরিবেশের উন্নয়ন ঘটাবে ও অন্যদের উদ্ভুদ্ধকরণের কাজে আসবে। এছাড়া টেকসই উন্নয়ন অভীস্ট (এসডিজি) লক্ষ্য অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান ।