স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে প্রেস্টেজিয়াস এ এম সায়েদুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধু একাদশ।
মঙ্গলবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুলফা গোষ্ঠীকে ১ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাশেষে পুরষ্কার বিতরণ করেন প্রয়াত সংসদ সদস্য এ এম সায়েদুর রহমানের সন্তান মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হক, পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, প্রয়াত সংসদ সদস্য এ এম সায়েদুর রহমানের স্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য এ এম নাঈমুর রহমানের মাতা নীনা রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাবকমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু, সদস্য সচিব প্রদীপ শিকদার রিপন,জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।
এর আগে, প্রথমে ব্যাটিং করতে নেমে কুলফা গোষ্ঠী নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আইচ ৩৮ রান ও সাজিদ ২৭ রান করে। বন্ধু একাদশের ইমন ২টি উইকেট লাভ করে।
জবাবে, বন্ধু একাদশ এক বল বাকি থাকতেই ৯ উইকেটের বিনিময়ে ১৩৮ রানের জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে শিপন ৪৬ রান এবং সোহান ৩৬ রান করে। কুলফার পক্ষে আশিক ৩টি উইকেট লাভ করে। বন্ধু একাদশের শিপন ম্যান অব দি ফাইনাল বিবেচিত হয়।