স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রদর্শিত হলো “ভ্রাম্যমাণ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর”।
বুধবার ভ্রাম্যমাণ গাড়িতে প্রদর্শনীর আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
মানিকগঞ্জ জেলায় এই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হলো। প্রদর্শনীতে প্রতিষ্ঠানসহ জেলার প্রায় দশটি স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়।
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিশাল মাঠে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ভ্রাম্যমাণ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর দর্শন করে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা সৃষ্টিতে বিজ্ঞানের যৌক্তিকতা ও প্রযুক্তির সুব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে মূলত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘ভ্রাম্যমাণ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’ প্রদর্শিত হয়েছে।
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মো. জহিরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভ্রাম্যমাণ এই জাদুঘর দর্শন করে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেছে। এ সময় বিজ্ঞান জাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যাণ ব্যাচচরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।