দীপক সূত্রধর:
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় মহাসড়ক সংলগ্ন ব্রিজের পাশে স্থানীয়রা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনা স্থলে পুলিশ,সিআইডি,হাইওয়ে পুলিশ সহ পুলিশের অন্যান্য টিম তদন্ত করেন।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ধারণা করা যাচ্ছে ৪৫ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এর মতো।মৃত ব্যক্তির শরীরে একটি বাদামি রং এর শার্ট এবং হালকা বাদামি ও বেগুনি রং এর লুঙ্গি পড়নে ছিল।
এসময় তদন্তকারী পিবিআই পুলিশের দুলাল মিয়া জানান,ঘটনা স্থলে এসে আমরা লাশটি উদ্ধার করি তবে মৃত ব্যক্তির পরিচয় আমারা এখনও জানতে পারিনি।ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সম্পূর্ণ হলে তার পরিচয় পাওয়া যাবে বলে তিনি জানান।