মহসীন মোহাম্মদ মাতৃক/ দীপক সূত্রধর, স্টাফ রিপোর্টার:
দিশারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে দিশারী স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিশারীর প্রতিষ্ঠাতা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
আজ শুক্রবার (৭ এপ্রিল) জেলা পরিষদের মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিশারীর সভাপতি মোঃ হাসান সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ইসরাফিল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দিশারীর উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেব, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার ড. ফারুক হোসেন, জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক এ বি এম সামছুন্নবি তুলিপ, দিশারীর উপদেষ্টা ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন, দিশারীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সোহা, দিশারীর সাধারণ সম্পাদক আবুল হাসানাত, সহ সভাপতি রেদোয়ান ইসলাম, সানজিদা রহমান সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: স্বপন মিয়া, সহ সাধারণ সম্পাদক শামীম জোপা বৃষ্টি দপ্তর সম্পাদক মোহসীন মোহাম্মদ মাতৃক, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, শিক্ষা সম্পাদক ইয়ারুল হক ইমন, সহ শিক্ষা সম্পাদক দেওয়ান সাদমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক ওয়াসীম,সদস্য ও এনসিটিএফ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি নুসরাত জাহান ইভা, সদস্য ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, সদস্য অনামিকা সরকার সহ দিশারীর ভলেন্টিয়ারবৃন্দ।
সভায় বক্তারা দিশারীর কার্যক্রমের প্রশংসা করেন। দিশারী ইতিমধ্যে মানিকগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।ভবিষ্যতে দিশারী আরো ভালো ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন।
আলোচনা সভা শেষে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
উলেখ্য ২০১৭ সালে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বর্তমানে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক দিশারী প্রতিষ্ঠা করেছেন।জেলা প্রশাসন দিশারী স্কুলটির সার্বিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে আসছে। বর্তমানে দিশারী স্কুলে ৭০ জনের মতো শিক্ষার্থী বিনা খরচে পড়াশোনা করছে।