এস এম আকরাম হোসেন :
পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জ সদর বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
আজ শনিবার (৮ এপ্রিল) বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: ফজলুল হকের সভাপতিত্বে জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, দপ্তর সম্পাদক এ্যাড: আরিফ হোসেন লিটন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: জিয়াউর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু ,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,যুগ্ন আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুল ইসলাম রাকিব, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, পূর্বনির্ধারিত পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান কর্মসূচি থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেওয়ায় অনুষ্ঠান করা সম্ভব হয়নি।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী এ ধরনের বাধায় সময় অনুযায়ী জবাব দেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলছে।এঅবস্থায় সাধারণ জনগন খুবই কষ্টে জীবন যাপন করছে। বেগম খালেদা জিয়ার নিঃ শ মুক্তি ও তারেক রহমানের ১০ দফা দাবী বাস্তবায়নে কেন্দ্র ঘোষিত যে আন্দোলনের ডাক আসবে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ঝাপিয়ে পড়বো।