নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশন শেষ হয়েছে। গত ৬ এপ্রিল এ অধিবেশন শুরু হয়।
সোমবার (১০ এপ্রিল) অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সংসদের ২২তম এ অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন।
অধিবেশনের শেষ দিনে আজ বক্তব্যে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বিরোধী দলের উপনেতা জিএম কাদের, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
১৯৭৩ সালের ৭ এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই দিনকে সামনে রেখে ৬ এপ্রিল থেকে জাতীয় সংদের বিশেষ অধিবেশন আহ্বান করেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পর দিন ৭ এপ্রিল জাতীয় সংসদে স্মারক বক্তব্য দেন রাষ্ট্রপতি। পরে ওই দিন জাতীয় সংসদের সূবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ওপর ৬৩ জন সংসদ-সদস্য মোট ১০ ঘণ্টা ২৩ মিনিট আলোচনায় অংশ নেন এবং ছুটির দিন শুক্রবার ও শনিবারসহ এবারের অধিবেশনে পাঁচ কার্যদিবসের ছিল। আলোচনা শেষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আনা প্রস্তাব (সাধারণ) সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
অধিবেশন শেষ করার আগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া ভাষণের উপর ২২ মিনিটের তথ্যচিত্র পুনঃপ্রচার করা হয়।