স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইর আঞ্চলিক মহাসড়কের ধল্লা পুলিশ ফাঁড়ির অদুরে আরসিএল গার্মেন্টস এর গেটের পূর্ব পাশে প্রায় ১৫ টি দোকান উত্তোলন এর কাজ শেষ পর্যায়ে। প্রশাসনের চোখকে ফাকী দিয়ে কাজ করলেও গতকাল ১১ এপ্রিল ২০২৩ ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়া, ধল্লা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শহিদুল ইসলাম, ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলামকে মোবাইলে বিষয়টি অবগত করানো হলে সঠিক তথ্য ও পদক্ষেপ গ্রহণ করেনি ।
নায়েব জানিয়েছে এটা মূলত সড়ক ও জননপথ এর জায়গা।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের এক্সচেঞ্জ মারুফ হাসান কে মোবাইলে পাওয়া যায়নি, ওয়ার্কস্টান্ট কাউসারকে মোবাইলে জানালে তিনি জানান এটা ঢাকা সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন।
ইমারত নির্মাণকারী আবদুল আলী মাস্টারকে জিগ্যেস করিলে কেন কিভাবে সরকারি জায়গায় স্নাপনা নির্মাণ করছেন এর উত্তরে তিনি জানান আমি আপাতত কোন অনুমতি না নিয়ে দোকান উত্তোলন করছি। যখন সরকার সরিয়ে নিতে বলবেন তখনই ভেঙে ফেলে দিবো।
এছাড়াও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের অদুরে মানিকগঞ্জ জেলা পরিষদের জায়গায়, খাসিরচর গেলে পাড়া ব্রীজ সংলগ্ন দক্ষিণ পাশে জেলা পরিষদের নদীর জায়গায় ১০/১২ ফুট দখল করে আমিন কোম্পানি নামের মালিক পক্ষে বিশাল সীমানা প্রাচীর নির্মাণ কাজের তদন্ত চলছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
অত্র এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি ও দ্রুত কঠোর হস্তক্ষেপ কামনা করেছে।