স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে (দিয়াপাড় গ্রামের পাশে) অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনটি বসত ঘর পুড়ে গেছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বৈকুণ্ঠপুর গ্রামের ছনু মিয়ার তিন ছেলে জুয়েল, উজ্জল ও চঞ্চলের তিনটি বসত ঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, বুধবার সোয়া ১২টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। পুড়েছে ঘরের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন ও আসবাবপত্র। এ ঘটনায় প্রায় দশ লাখ টাকা ক্ষতি হয়েছে তাদের। ফায়ার সার্ভিসে খবর দিলে হরিরামপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হরিরামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শফিকুল ইসলামসহ ১৯ জন এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।