আল আমিন:
বিনামূল্যে রক্তদানকারী সংগঠন বাঁধন,সরকারি দেবেন্দ্র কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা প্রয়াত মোঃ হামিদুল হকের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে কলেজের বাংলা বিভাগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বদর উদ্দিন আহাম্মদ।
অনুষ্ঠানে বাঁধনের সভাপতি এস কে নাহিদ মনিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশীদ হিমু।
বক্তব্যে বক্তারা রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক প্রয়াত মোঃ হামিদুল হকের স্মরণে নানা রকম স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরীন্দ্র কুমার রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন), জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ও বাঁধন উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নিতাই কুমার ঘোষ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ খায়রুজ্জামান রাসেল, বাংলা বিভাগের প্রভাষক ও বাঁধন উপদেষ্টা সৈয়দ রাহিমুর রহমান মহৎ, মানিকগঞ্জ টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আকরাম হোসেন,দিশারীর সভাপতি হাসান সিকদার সহ বাঁধনের কর্মীবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানের শেষ অংশে বাঁধন,সরকারি দেবেন্দ্র কলেজ,মানিকগঞ্জ ইউনিটের ২০২৩ কমিটির নাম প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে দীপক সূত্রধর ও সাধারণ সম্পাদক পদে সোহাগ শিকদারের নাম ঘোষণা করেন বর্তমান সভাপতি এস কে নাহিদ মনির। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাঁধন ২২ কমিটির সাধারণ সম্পাদক দীপক সূত্রধর।