দেওয়াম সাদমান শাওন:
মানিকগঞ্জ শহরে রক্ত নিয়ে কাজ করা লাভ ফর ব্লাড নামের একটি সংগঠন এর ব্যাতিক্রমি উদ্যোগ।শহরের খোন্দকার দেলোয়ার হোসেন ল’ কলেজ এর বিপরীত (সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন) ফুটপাতে অসহায়,খেটে খাওয়া মানুষের জন্য ১৫ দিন ব্যাপি একসাথে ইফতার এর আয়োজন করেছে এই সংগঠনটি।অসহায়,দরিদ্র,খেটে খাওয়া মানুষেরা প্রতিদিন এখানে ফ্রিতে ইফতার করার সুযোগ পায়। শুধু দিনমজুর বা খেটে খাওয়া মানুষ না এখানে আসলে আরও এক ভিন্ন চিত্র দেখা যাবে।দরিদ্র,দিনমজুর মানুষের সাথে বসে ধনীরাও ইফতার করছে।
১৫ দিন ব্যাপি এই কার্যক্রম শুরু হয় ৮ম রমজান (৩১শে মার্চ) এবং শেষ হবে ২২ শে রমজান (১৪ই এপ্রিল)। প্রতিদিন প্রায় শতাধিক মানুষকে ইফতার করায় সংগঠনটি। গতবছর উক্ত স্থানে তাদের এই কার্যক্রম চলে ৭দিন ব্যাপি।
এক দিনমজুর বলেন “এহন কামাই কইরা সংসার চালায় পারি না।সারাদিন রোজা রাইখা কী দিয়া রোজা ভাঙ্গমু তাই নিয়া চিন্তায় থাকি।এই কাকারা আমাগের ডেইলি ইফতার করায়।ইফতার নিয়া এনহে আর চিন্তা করা লাগে না।”
দিশারী সহ-সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আমার নিউজের স্টাফ রিপোর্টার দেওয়ান সাদমান শাওন বলেন” এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।আমাদের উচিত নিজ নিজ জায়গা থেকে সমাজের অসহায়,দারিদ্র্য মানুষের পাশে দাড়ানো এবং যারা এই ধরনের চিন্তা করে,এমন ব্যাতিক্রম কাজ করে আমাদের উচিত তাদের সহযোগিতা করা।”
সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান বলেন “আমরা চাইলেই বাসায় প্রতিদিন ভালোমন্দ ইফতার করতে পারি।কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা ঠিক মতো ইফতার করতে পারে না।সবাই যেনো একসাথে ইফতার করতে পারি তার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।অনেকে আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করেছেন। সমাজের বিত্তশালীরা যদি এভাবে এগিয়ে আসতো তবে আমরা সারা মাস আমাদের এই ইফতার আয়োজন রাখতে পারতাম।”
সংগঠনটির সাধারণ সম্পাদক সুমন মোল্লা জানান “প্রতিদিন প্রায় ৪ হাজার টাকার ইফতার বিতরণ করি আমরা।সকলের সহযোগিতা পেলে আমরা এটিকে আমরা আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ।”