স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন স্থানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মাটি বহনকারী তিনটি মাহিন্দ্র ট্রাক্টরসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার খোলাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. সাগর ও শরীফুল। তারা আপন দুই ভাই।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, বুধবার সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
মাটি বহনকারী তিনটি মাহিন্দ্র ট্রাক্টরসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।