1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

রাজধানীর নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট সহ ১২ প্লাটুন বিজিবি সদস্য

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২০৪ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১২ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন মার্কেটের এক পাশে ছিল। তবে প্রায় দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুন তৃতীয় তলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছেন।

অন্যদিকে আগুনে মার্কেটের বিভিন্ন দোকানে থাকা এসি কিছুক্ষণ পরপরই বিস্ফোরিত হচ্ছে বিকট শব্দে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যেসব জায়গায় আগুন এখনো ছড়িয়ে পড়েনি সেখান থেকে ব্যবসায়ীরা মালামাল যে যতটুকু পারছেন মালামাল বের করে আনছেন।

জানা গেছে, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাবের সঙ্গে বিজিবি সদস্যরা এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury