দেওয়াব সাদমান শাওন:
মানিকগঞ্জ এ ১৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
১৬ই এপ্রিল রবিবার মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসএসসি-১৯ ব্যাচের প্ল্যাটফর্ম “ফাঁকা পল্টন” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।গত ৩ বছর যাবত এই প্লাটফর্ম ১৯-ব্যাচের সকলকে নিয়ে ইফতার মাহফিল এর আয়োজন করে।এ বছর এসএসসি-১৯ ব্যাচের ৭০জন শিক্ষার্থী ইফতার মাহফিল এ অংশগ্রহণ করেন।
করোনা কালীন সময়ে ১৯ ব্যাচের সকলকে একত্রিত করার লক্ষ্যে রাফি,রিয়ান,শাওন সহ কয়েকজন বন্ধুমিলে তারা একটি প্ল্যাটফর্ম তৈরি করে।
একসময় প্রতিদিন যাদের সাথে দেখা হতো।একসাথে প্রাইভেট,বিকেল হলে আড্ডা বা খেলাধুলা করতো।আজ স্কুল,কলেজ জীবন শেষে তারা বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।দীর্ঘদিন অনেকের সাথে অনেকের দেখা সাক্ষাৎ নেই।এই ইফতার এর মাধ্যমে তারা সকলে একত্রিত হয় এবং একসাথে ইফতার করে।
জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাতিত খান বাহাদুর আওলাদ হোসেন খান স্কুলের ১৯-ব্যাচের অনেকে অংশ নেয়।