স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলার অসহায় মানুষের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১৬ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা পরিষদ।
আজ (১৭ এপ্রিল) সোমবার মানিকগঞ্জ জেলা পরিষদ চত্তরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে শাহওয়াজসহ জেলা পরিষদের সদস্য বৃন্দ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই ও চিনি।