আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জে ২৫০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ জেলা ইউনিটের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টায় জেলা পরিষদ প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, ইউনিটের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন, ইউনিট লেভেল অফিসার ফরহাদ আলম, যুব প্রধান শাহ আলমসহ যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।
এ সময় ইসরাফিল হোসেন বলেন, রেড ক্রিসেন্ট এর অবদানের কথা বলে শেষ করা যাবে না। দেশের যে কোন পরিস্থিতিতে সর্বদা প্রস্তুত থেকে কাজ করে আসছে। এছাড়াও যেকোনো মুহূর্তে মুমূর্ষ রোগীদের রক্ত দান করেও পাশে থাকে রেড ক্রিসেন্ট।