দীপক সূত্রধর:
মানিকগঞ্জে গোপালপুর হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুরে মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ মোতাহারুল ইসলাম সুমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী মোঃ আব্দুল হাই।
বক্তব্যে বক্তারা মাদ্রাসা উন্নয়নে ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম কিভাবে আরো গতি সম্পন্ন করা যায় এবং এলাকা বাসীর উন্নয়নে চিন্তা করে নানা রকম কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সহ-সভাপতি মাহ্ফুজুল ইসলাম স্বপন,কোষাধ্যক্ষ মোঃ রোকন হোসেন, ছাত্রনেতা এরফানুল আলম চৌধুরী(শাওন),ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিয়ান আলহাজ সহ অন্যান্য সম্মানিত হুজুর ও মাদ্রাসা শিক্ষার্থীরা।
এসময় প্রায় ২০০ শতাধিক রোজাদার ব্যক্তিদের নিয়ে ইফতার করা হয়।