মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ঘিওর থানা-পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঘিওর থানা প্রাঙ্গণে বুধবার (১৯ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান উপজেলার ৭০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান। এসময় থানার এস,আই আল-মামুন, এস,আই বেলাল সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। এজন্যই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঈদ উপহারের মধ্যে ছিলো সেমাই, চিনি,তেল, চিনিগুড়া চাউল,আলু, ডাউল,পেয়াজ ইত্যাদি। উপহার সামগ্রী পেয়ে গ্রাম পুলিশরা থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।