এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে গ্রামীণ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ এপ্রিল) বিকালে মেঘদূত বাংলাদেশ এর উদ্যোগে ইতালী প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মোজাম্মেল হোসেন মোল্লার সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর আয়োজনে মানিকগঞ্জ জেলা এস এস সি ৯৭ অন্যান্য সহযোগিতায় শহরের পশ্চিম সেওতা এলাকায় নতুন রাস্তার শেষে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম, মানিকগঞ্জ জেলা চাউল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আজমত আলী হাবুল, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, আরিফুর রহমান মাতাব্বর, আহাদ মাষ্টার, শাহীনুর রহমান, ব্যাংক কর্মকর্তা লুৎফুল কবীর টিটু , সরকারি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বাবু, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন সহ অন্যান্যরা। আয়োজকদের পক্ষে সার্বিক দায়িত্ব ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মো: সফি আলম।
খেলায় ভলেনটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাহাদুর , মজিদ, তোরাফ আলী, রুবান, ইউসুফ আলী প্রমুখ। সেওতা সহ আশে পাশের গ্রামের হাজারও মানুষ এ খেলা উপভোগ করে।
আয়োজক কমিটি বলেন, প্রতিবছেই ঈদে মানুষদের একটি বাড়তি আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হয়। আগামীতেও এই ধরাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় পুরুষদের হাঁড়ি ভাংঙ্গা, কলা গাছে উঠা, চোখ বেধে হাঁস ধরা, নারীদের বল লাথি মেরে তেলের বোতল ফেলা ও মিউজিক্যাল চেয়ার খোলা সহ অন্যান্য খেলা। প্রতিযোগিতা শেষে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
সর্বশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র এর স্মার্ট টেলিভিশনটি স্পন্সার করেন মানিকগঞ্জ জেলা ইতালি সমিতির সাংস্কৃতিক সম্পাদক সামিয়া আক্তার।
র্যাফেল ড্রতে ৩২ ইঞ্জি এলইডি স্মার্ট টেলিভিশন সহ আকর্ষনীয় ৩৫টি পুরস্কার বিতরণ করা হয়।