মোঃ আতিকুর রহমান, দৌলতপুর:
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার এস এস সি ২০০৪ ব্যাচের এক মহামিলন মেলা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান টি দৌলতপুর সদরে অবস্থিত দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
সকাল ১০.০০ ঘটিকায় টি শাট বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর ক্রিকেট খেলা,ফুটবল খেলা,চোখ বেধে পাতিল ভাঙ্গা,দৌড় প্রতিযোগতাসহ বিভিন্ন খেলাধূলার করে থাকে দৌলতপুর উপজেলার ২০০৪ ব্যাচের আগত সকল বন্ধু। দুপুর ১:০০ থেকে ২:৩০ পযন্ত যোহরের নামাজ ও দুপুরের খাবারের জন্য বিরতি দেওয়া। নামাজের সময় ব্যাতীত সারাদিন ব্যাপি চলে বিভিন্ন অনুষ্ঠান। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যেদিয়ে সকল বন্ধুরা বিশেষ আনন্দ উপভোগ করেন।
সবশেষে রাফেল ড্র ও পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।