স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এসএসসি -৯৯ ব্যাচের ‘ফ্যামিলি গেট টুগেদার।’ গত রবিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখরভাবে পালিত হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে ৯৯ ব্যাচের ৫০টি পরিবারসহ ১৩৫ জন সদস্য অংশ নেন। দিনব্যাপী আয়োজনের শুরু হয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে। এরপর প্রয়াত বন্ধুদের আত্মার শান্তির জন্য এক মিনিট নিরবতা পালন, স্কুল জীবনের স্মৃতিচারণ, ছোট ও বড় বাচ্চাদের ঝুড়িতে বল নিক্ষেপ, মহিলাদের বালিশ খেলা শেষে চলে ভুরি ভোজ। এরপর বিকেলে পুরষ্কার বিতরনী শেষে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম গাজী,মোস্তাফিজুর রহমান,জুমাত আলী মাস্টার, সাইফুল ইসলাম, সজল কর্মকার, সোহেল শিকদার, শামসুল আলম,ইয়াকুব মাষ্টার, আমিনুল ইসলাম, সামসুল হক, সজীব মাহমুদ, রজ্জব মাষ্টার প্রমুখ।
আগামীতে আরও বড় পরিসরে ও আরও সুশৃঙ্খলভাবে পারিবারিক এই মিলনমেলা আয়োজনের আশাবাদ জানিয়েছেন ব্যাচের শিক্ষার্থী ও অনুষ্ঠানের মধ্যমনি প্রণয় ঘোষ রনি।