স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অবাধ,সুষ্ঠু,উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ এপ্রিল) উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোট গণনা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন-২০২৩ প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তারের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এ ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে মোহাম্মদ.আক্রাম হোসাইন ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাধেশ্যাম সাহা ১১৯ ভোট পান। সাধারন সম্পাদক পদে মো.আবুল হোসেন ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.শাহজাহান দুলাল ১০৯ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ.মোজাম্মেল হক ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.মুক্তার আহম্মেদ ১৯০ ভোট পান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন-২০২৩ প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার বলেন-সবার সহযোগীতায় সুষ্ঠু,সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরেছি।