নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি ২৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়। এরপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু অতিরিক্ত গরমের কারণে আবারো সেই লাইনটি বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার দাঁড়িয়াপুর থেকে তালশহর পর্যন্ত আপ লাইনটি আবারও গরমে বেঁকে গেছে। এ কারণে এই লাইনটি দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
লাইনে ট্রেল চলাচল স্বাভাবিক রাখতে হলে কি করা প্রয়োজন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পানি দিতে হবে নয়তো কচুরিপানা দিতে হবে। লাইনের আশপাশে কোনো পানির ব্যবস্থা না থাকায় কাজ করা যাচ্ছে না।
রফিকুল ইসলাম বলেন, ইঞ্জিনিয়াররা কাজ করছেন। এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।