অভি হাসান দেওয়ান :
শ্রমিকেরা বিরোধীদের সব ধরনের ষড়যন্ত্র রুখে আগামী জাতীয় নির্বাচনে বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার পহেলা মে বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা প্রশাসন ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালে(অডিও কলে)প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী শ্রমিকদের উদ্যোশে বলেন, ১৯৭১ সালে শ্রমিকরা রক্ত দিয়ে ও ঘাম ঝড়িয়ে এদেশ স্বাধীন করেছেন এবং রক্ত দিয়ে ও ঘাম ঝড়িয়ে এদেশের উন্নয়নও করে যাচ্ছেন।
এতে করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে শ্রমিকরা। এই চলমান উন্নয়ন যাতে অব্যাহত থাকে, সে বিষয়ে আপনাদের (শ্রমিক) সজাগ ও সর্তক থাকতে হবে। তিনি বলেন, আর কয়েকমাস পরে জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনে আপনাদের (শ্রমিক) বলিষ্ঠ ভুমিকা আশা করি।
যেভাবে বিগত দিনে শ্রমিকেরা বলিষ্ঠ ভুমিকা রেখেছিল। কারন আমরা জানি শ্রমিক ভাইয়েরা শক্তির উৎস। শ্রমিক ভাইয়েদের সামনে দাড়ানোর সাহস আছে। কাজেই আগামী জাতীয় নির্বাচনে আপনারা সেই বলিষ্ঠ ভুমিকা রাখবেন। সব ধরনের ষড়যন্ত্র আপনারা রুখে দিবেন। মন্ত্রী বলেন, নির্বাচন আসলে অনেকেই ষড়যন্ত্র করবে। কারন নির্বাচন যাতে সঠিকভাবে না হয়, উন্নয়ন যাতে থেকে যায়। কষ্ট করা দরিদ্র মানুষ, যাতে আরো কষ্ট পরে। এধরনের কাজ অনেকে করছে, তাদের বিষয়ে সর্তক থাকতে হবে। আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মী এবং প্রশাসন আপনাদের পাশে আছে। আওয়ামী লীগের উন্নয়ন, নৌকার উন্নয়ন যাতে অব্যাহত থাকে, সেভাবে কাজ করবেন। শ্রমিকের কথা ভেবে, সরকার বিভিন্ন সময়ে অনুদান ও খাদ্য সহায়তা করেছে এবং সহায়তা করে আসছে। সেই অসহায় ও দরিদ্র শ্রমিকের বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছে সরকার।
তিনি আরও বলেন,দেশের রাস্তাঘাট, কল-করখানা, হাসপাতালসহ দেশের সার্বিক যে উন্নয়ন হয়েছে, সেটা শ্রমিক ভাইয়েদের হাতের ছোয়ার মাধ্যমে যে উন্নয়ন হয়েছে। কারন শ্রমিকেরা ঠিকমতো কাজ করেছে বিধায় সঠিক সময়ে কাজগুলো হয়েছে। কিন্তু আমাদের দেশের যে বিরোধীরা আছে, তারা এসব উন্নয়ন সহ্য করতে পারেনা। আমাদের বিরোধীরা এদেশের স্বাধীনতা চায় নাই। বোমা হামলা করেছে, সার-বিদ্যুতের জন্য শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো.রমজান আলী, সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধূরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার,পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস,জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো.জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা শ্রমিক লীগের সভাপতি মো.আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো.হানিফ আলীর সঞ্চালনায় জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।