নিউজ ডেস্ক:
চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণিত হয়ে আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ওয়েদার ডটকম। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে এ নিয়ে সতর্কতা ব্যক্ত করেছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এই সপ্তাহান্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এরপর এটি ৮ মে এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণিত হবে। পরে এটি উত্তর মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সময় একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উঠবে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মোচা বা মোকা’। নামটি রেখেছে ইয়েমেন।
আজ বৃহস্পতিবার বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে আনন্দবাজার। কলকাতাসহ বাকি জেলাগুলোতেও আগামী কয়েক দিন ধরে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই হাওয়া অফিস জানিয়েছে। আবহবিদদের একাংশ জানিয়েছেন, অতীতে অনেক ক্ষেত্রেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত উড়িষ্যা বা বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে।
সুপারিশকৃত নামটি লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়েমেনি শহর মোচা (বা মোকা) থেকে এসেছে। কফি বাণিজ্যের জন্য এই এলাকাটি পরিচিত। এই বন্দর শহর বিখ্যাত মোচা কফির নামও দিয়েছে। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে। এই দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশসহ ভারত, ইয়েমেন, কাতার, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। যদিও শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা ঠিক কোথায় আছড়ে পড়তে পারে, সে বিষয়ে আবহবিদেরা এখনও কিছু জানাননি।