মানিকগঞ্জের শিবালয়ে বজ্রপাতে গোকল মোল্লা (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ক্ষেত থেকে গরুর ঘাস কেটে বাড়ি আসার পথে তার মৃত্যু হয় ।
বুধবার (৩ মে) বিকালে উপজেলার বোয়ালী পাড়া ধানের মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে।
নিহতর ভাতিজা আরিফুল ইসলাম বলেন, বিকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান কাকা। ঘাসের বোঝা বেঁধে মাথায় করে নিয়ে আসার সময় তার উপর বজ্রপাত হয়।
এসময় মাথায় থাকা ঘাস ছড়িয়ে পরে। বোঝার ভীতর থাকা কাঁচি এসে তার নাকে আঘাত লাগে এবং রক্তক্ষরন হতে থাকে। তবে শরীরে কোথাও ঝলসে যায়নি। পরে খবর পেয়ে দ্রুত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুরে আলম জানান, লোক মুখে শুনেছি। এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে।