1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন

মানিকগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৬

  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

মো: মহিদ:
মানিকগঞ্জে পৃথক২ টি অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আবুল কালাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটিগ্রাম এলাকার মো. নাহিদ আলী, আরিফা খাতুন, মো. রাসেল, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ চরপাড়া গ্রামের পাইজুদ্দিন, খন্নী ধানকোড়া গ্রামের মো. আরিফুল ইসলাম ও সদর উপজেলার বান্দুটিয়া এলাকার মো. সোহেল রানা।
পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২২ গ্রাম হেরোইনসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এ ঘটনায় সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury