স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুরে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি, ইরি ধান সহ গাছপালা ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১০ মে) বিকাল ৩.০০ ঘটিকায় সময় দৌলতপুর উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আঘাত হানে। দুপুরের পরে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় দৌলতপুর উপজেলার আকাশ। মুহূর্তে কালবৈশাখী ঝড় শুরু হয়।
ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। চলে ঘণ্টা ব্যাপি। এভাবে কালবৈশাখীর ছোবলে উপজেলায় পরিষদ চত্বরে ৫টি বিদ্যুতিক খুঁটি বিভিন্ন বসতবাড়ি, গাছপালা, ইরি ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সব থেকে বেশি ক্ষতি হয়েছে নদীর তীর ঘেঁষা চরাঞ্চলের ছিন্নমূল পরিবারগুলোর। কালবৈশাখীর ছোবলে লণ্ডভণ হয়েছে চরাঞ্চলের বেশ কিছু ঘর বাড়ি, গাছপালা আর উঠতি ফসলের ক্ষেত।
কালবৈশাখীর ছোবলে বিদ্যুতিক খুঁটি ভেঙে ও অসংখ্য গাছপালা ভেঙে বেশ কিছু স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। ফলে উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাস্তায় গাছপালা ও বিদ্যুতি খুঁটি পড়ে থাকার ভারী যান চলাচল বন্ধ রয়েছে।